Notice Board

নিয়মিত ক্লাসে উপস্থিতি, পর্ব-মধ্য পরীক্ষা এবং বকেয়া সংক্রান্ত

Dated By : 29-11-2023

তারিখঃ 20-10-22ইং

                                                                নোটিশ

স্মারক নং- SSR_Studs/Tution­­_fee/Oct-22/4

এতদ্বারা অত্র ইন্সটিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

i)                   যেসব শিক্ষার্থী এখনও পর্যন্ত পূর্বের বকেয়া, চলতি মাসের বেতন, সেমিষ্টার ফি ও কো-কারিকুলার ফি পরিশোধ করে নাই, তারা অবশ্যই চলতি মাসের মধ্যে উহা পরিশোধ করবে।

ii)               আগামী ২৭-১১-২২ইং থেকে পর্ব-মধ্য পরীক্ষা শুরু হবে। সেজন্য সকলকে ২৩-১১-২২ইং এর মধ্যে নভেম্বর-২২ পর্যন্ত সকল বকেয়া পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।

iii)            গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সহযোগিতার জন্য SSR Institute কর্তৃপক্ষ student ID প্রদানের মাধ্যমে Tuition fee মউকুফ করে থাকেন। সেক্ষেত্রে প্রধান শর্ত থাকে- নিয়মিত(90%) ক্লাসে উপস্থিতি এবং ফাইনাল পরীক্ষায় ভাল ফলাফল। কিন্তু বর্তমানে Student আইডিধারী অনেক শিক্ষার্থীকে ক্লাসে অনুপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেজন্য গত ১০-১০-২২ইং থেকে আগামী ৩১-১০-২২ইং পর্যন্ত যাদের উপস্থিতির হার 90% -এর নিচে হবে, তাদেরকে চলতি মাস থেকে অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় মাসিক বেতন প্রদান করতে হবে। তাদের তালিকা আগামী মাসের ১ম সপ্তাহের প্রকাশ করা হবে।এ ব্যাপারে সংশ্লিষ্টদেরকে যত্নবান হওয়ার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

 নির্দেশক্রমে,

(স্বাক্ষরিত)

অধ্যক্ষ,এস এস আর ইন্সটিটিউট

আশুলিয়া, ঢাকা