Online Application
ভর্তির যোগ্যতা
ভোকেশনালঃ
১। JSC / JDC পরীক্ষায় উত্তীর্ণ।
ডিপ্লোমাঃ
১। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে এস এস সি/ দাখিল/ এস এস সি(ভোক) / সমমান পরীক্ষায় যেকোন বিভাগ থেকে জিপিএ ২.০০ (সর্বনিম্ন) পেয়ে উত্তীর্ণ।
২। এইস এস সি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
৩। এইস এস সি (বিজ্ঞান, উচ্চতর গনিত সহ ) উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।