Vocationals
Society of Social Reform High School
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা অর্জন করে বেকারমুক্ত বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সাথে তাল মিলানোর জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এই কারিগরি শিক্ষা র্অজনরে জন্য প্রয়োজন ভালো শিক্ষাপ্রতিষ্ঠান এবং দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা যার মাধ্যমে শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারে। সার্বিক বিষয় বিবেচনা করে আশুলিয়া অঞ্চল তথা সারা দেশের কথা মাথায় রেখে ২০০৫ সালে যাত্রা শুরু করে এস এস আর হাই স্কুল ও এস এস আর ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট এর ভোকেশনাল শাখা।
বিদেশী বিশেষজ্ঞদের তত্ত¡াবধানে দক্ষ ব্যবস্থাপনায় সুশৃঙ্খল নীয়মনীতির মাধ্যমে এখানে ছাত্র-ছাত্রীরা সদভ্যাস গঠন ও বাস্তব জ্ঞান অর্জন করে সাফল্যের পথে এগিয়ে যায়। ভাল গ্রেড পেয়ে উচ্চ শিক্ষার পথ সুগম করার জন্য বিশাল অবকাঠামো ও মনোরম পরিবেশ রয়েছে। প্রতিষ্ঠানটি ২৪ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। প্রতষ্ঠিানটি বর্তমানে বাংলাদেশ কারিগরি শক্ষিা র্বোড, ঢাকা র্কতৃক অনুমোদনসহ স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ভোকেশনাল শাখায় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এবং ড্রেস মেকিং ট্রেড চালু রয়েছে। এর স্কুল কোড-৫১৩৪ এবং ই আই ইন : ১৩৩১০৩।
সুশৃঙ্খল নিয়মনীতি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, শ্রেণি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি, ছাত্র-শিক্ষক-অভিভাবক সুসম্পর্ক, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ইত্যাদি মিলিয়ে বর্তমানে এটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে অনুষ্ঠিত সকল নবম শ্রেণি সমাপনী পরীক্ষা ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ভোক.) পরীক্ষায় পাসের হার শতভাগ। প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সকল পাবলিক পরীক্ষার পূর্বে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফলে প্রতি বছর অধিকাংশ পরীক্ষার্থী জিপিএ-৫সহ উত্তির্ণ হয়ে থাকে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ২০০৭ সাল হতে অনুষ্টিতব্য সকল পাবলিক পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর প্রতিষ্ঠান তালিকায় প্রথম দিকে স্থান করা প্রতিষ্ঠানের গৌরব বহুলাংশে বৃদ্ধি করেছে।
ছাত্র-ছাত্রীদের পূর্ণ মেধা বিকাশে শরীরচর্চা ও ক্রীড়ার গুরুত্ব অনস্বীকার্য। খেলাধুলা শরীর ও মনকে সতেজ করে। উন্মুক্ত পরিবেশে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য প্রতিষ্ঠানে রয়েছে উন্মুক্ত পরিবেশ ও বিস্তৃর্ণ একাধিক খেলার মাঠ। শিক্ষার্থীদের ক্লাসের অবসর সময় খেলাধুলাসহ শরীরচর্চার জন্য রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন।
আবাসিক শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্র ও ছাত্রীদের নিরাপদ হোস্টেল এর সুব্যবস্থা রয়েছে। প্রতি একজন অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে প্রতি ১০ জন শিক্ষার্থীর পড়াশুনাসহ সার্বক্ষণিক দেখাশোনা করা হয়। হোস্টেলে প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষকের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে সার্বক্ষণিক সহায়তা করা হয়। শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাদ্যসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য পরিবহন এর সুব্যবস্থা রয়েছে। উচ্চ মানের জেনারেটর এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও এর গুণগতমান ঐ প্রতিষ্ঠানের গ্রন্থাগার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়। গ্রন্থাগার সভ্যতার দর্পণ বলে বিবেচিত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য এখানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। বিভিন্ন বইসহ বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকায় সমৃদ্ধ এ পাঠাগার। একজন প্রশিক্ষিত গ্রন্থাগারিকের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিভিন্ন পুস্তক গ্রহণ ও অধ্যয়নের সুযোগ পায় এ পাঠাগারে।
Batch No. | Passing Year | Total Examinee | Total Pass | A+ | A | A- | B+ | B | Percentage of pass | Institution Rank in B.T.E.B |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 2007 | 49(B 26 + G 23 ) | 42 | -- | 23 | 19 | -- | -- | 85.31% | -- |
2 | 2008 | 41(B21 + G 20 ) | 39 | 1 | 22 | 16 | -- | -- | 95.12% | 8th |
3 | 2009 | 45(B 24 + G 21 ) | 39 | -- | 30 | 9 | -- | -- | 86.67% | -- |
4 | 2010 | 58(B 25+ G 33 ) | 58 | 03 | 41 | 14 | -- | -- | 100% | 6th |
5 | 2011 | 45(B 22 + G 23) | 45 | 18 | 27 | -- | -- | -- | 100% | 3rd |
6 | 2012 | 50(B 27 + G 23 ) | 50 | 27 | 23 | -- | -- | -- | 100% | 6th |
7 | 2013 | 56(B 27 + G 23 ) | 56 | 28 | 28 | -- | -- | -- | 100% | 8th |
8 | 2014 | 66(B 39 +G 27) | 66 | 30 | 35 | 1 | -- | -- | 100% | 8th |
9 | 2015 | 58(B 31+ G 27 ) | 58 | 38 | 20 | -- | -- | -- | 100% | 10th |
10 | 2016 | 60(B 32 + G 28 ) | 60 | 24 | 36 | -- | -- | -- | 100% | |
11 | 2017 | 68(B 34+ G 34) | 68 | 30 | 38 | -- | -- | -- | 100% | |
12 | 2018 | 64(B 40+ G 24) | 63 | 15 | 48 | -- | -- | -- | 99% | |
13 | 2019 | 64(B 45 + G 19) | 61 | 3 | 57 | -- | -- | -- | 95% | |
13 | 2020 | 62(B 42 + G 20) | 29 | 0 | 25 | 4 | -- | -- | 47% | |
13 | 2021 | 53(B 38 + G 15) | 52 | 2 | 47 | 3 | -- | -- | 98% | |
13 | 2022 | 70(B 39 + G 31) | 70 | 6 | 64 | -- | -- | -- | 100% | |
13 | 2023 | 64(B 37 + G 27) | 64 | 26 | 38 | -- | -- | -- | 100% | |
13 | 2024 | 62(B 34 + G 28) | 56 | 2 | 49 | 4 | -- | 1 | 88.7% |